Heading 1

Heading 1

Heading 1

মুম্বইয়ের ৫ তলা বিল্ডিং থেকে পড়ে মারা গিয়েছিলেন অভিনেত্রী দিব্যা ভারতী।

দিব্যার মৃত্যু আত্মহত্যা, নাকি খুন, না নেহাতই দুর্ঘটনা! সে রহস্য আজও রহস্যই রয়ে গিয়েছে।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে ক্ষতি হয়েছিল প্রায় ৫টি ছবির।

দিব্যা ভারতী বব্বিলি রাজা (১৯৯০) ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন৷

রং ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আয়েষা জুলেখা এবং দিব্যা ভারতী৷

তাঁরা দুজন একে অপরের বোনের ভূমিকায় অভিনয় করেন৷

Heading 2

আয়েষা জানিয়েছেন, দিব্যার মৃত্যুর পরের এক ভয়ঙ্কর ঘটনা৷

যখন ছবির ট্রায়াল হয় তখনই ঘটে সেই অলৌকিক বিষয়৷

Heading 2

 যখনই দিব্যা স্ক্রিনে আসেন তখনই স্ক্রিন ভেঙে পড়ে৷ 


সেই ঘটনা আজও ভোলেননি আয়েষা৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন