দিব্যা ভারতী বব্বিলি রাজা (১৯৯০) ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন৷
রং ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আয়েষা জুলেখা এবং দিব্যা ভারতী৷
তাঁরা দুজন একে অপরের বোনের ভূমিকায় অভিনয় করেন৷
আয়েষা জানিয়েছেন, দিব্যার মৃত্যুর পরের এক ভয়ঙ্কর ঘটনা৷
যখন ছবির ট্রায়াল হয় তখনই ঘটে সেই অলৌকিক বিষয়৷
যখনই দিব্যা স্ক্রিনে আসেন তখনই স্ক্রিন ভেঙে পড়ে৷
সেই ঘটনা আজও ভোলেননি আয়েষা৷