মাতৃত্বের আভায় উজ্জ্বল দেবিনা
হিন্দি টেলিদুনিয়ার মিষ্টি জুটি দেবিনা ও গুরমিতের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান।
মা হওয়ার এই সফরের প্রতিটা মুহূর্তই উপভোগ করছেন দেবিনা।
সকালের প্রথম রোদ্দুর মাখছেন অভিনেত্রী, এভাবেই নিজেকে আনন্দে রাখছেন।
ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানের রিলে স্বামীর সঙ্গে নেচে মুগ্ধ করলেন ফিট অভিনেত্রী।
স্ত্রীকে প্যাম্পার করতে গোয়া ভ্রমণে বেরিয়ে পড়লেন গুরমিত।
পুলের জলে নীল ফ্লোরাল ড্রেসে জলকেলিতে মেতেছেন হবু মা দেবিনা।
সাদা বাথরোবে ডাবের জলে চুমুক দিয়ে নিজেকে তরতাজা রাখছেন দেবিনা।
সবুজ ফ্লোরাল ড্রেসে ফুরফুরে মেজাজে মা হওয়ার আভায় উজ্জ্বল অভিনেত্রী।
কালোর কো-অর্ডিনেশনে স্টাইলিশ অবতারে ধরা দিয়েছেন হবু মা-বাবা।
প্রেগনেন্সিতে এভাবেই স্ত্রীকে আগলে রাখছেন গুরমিত।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে আনন্দে রাখার সমস্ত প্রচেষ্টাই করে চলেছেন কেয়ারিং গুরমিত।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন