সম্প্রতি সম্পূর্ণ বাঙালি রীতি মেনে মায়ের কাছে সাধ খেলেন গর্ভবতী দেবিনা।
সাধের অনুষ্ঠানে লাল-সোনালি গাউন ও লাল দোপাট্টায় সেজেছিলেন অভিনেত্রী।
লাল পোশাকের সঙ্গে লাল টিপের চারপাশে চন্দনের আঁকিবুকি, চিরচেনা বাঙালি সাজ নায়িকার।
পোশাকের মধ্যে দিয়েই উঁকি দিচ্ছে বেবি বাম্প, মাতৃত্বের আভায় উজ্জ্বল বঙ্গললনা।
হবু মা দেবিনার উজ্জ্বল মিষ্টি হাসি যেন আনন্দের ঢেউ জাগায়।
বারান্দার রোদ্দুরের মাঝেই মা হওয়ার আনন্দে নাচের ভঙ্গিতে ধরা দিলেন দেবিনা।
দেবিনার আনন্দ আভা ছড়িয়ে পড়েছে তাঁর সুন্দর মন ভোলানো হাসি জুড়ে।
আয়নার ফ্রেমে যেন নিজেরই মুখোমুখি হয়েছেন হবু মা দেবিনা।
সাজে লালের ছোঁয়া, সোনার গয়না, রাঙা সিঁথি ও ঘোমটায় চিরচেনা রূপে বাঙালি কন্যে।
হবু মায়ের জেল্লাদার গ্ল্যামারে মিশেছে রোদ্দুর, ঝড় ভক্তদের মনে।
আনন্দ ও মঙ্গল অনুষ্ঠানের সাজের নানা ঝলক ও মুহূর্ত শেয়ার করলেন দেবিনা।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন