পিলাটেজ-প্রেমে মজেছেন বলিউডের সুন্দরীরা
পূজা হেগড়ের টি-শার্ট দেখেই পিলাটেজের প্রতি তাঁর ভালোবাসার কথা জানা যায়।
পিলাটেজ ক্লাস থেকে বেরোনোর সময় ফ্রেমবন্দি কঙ্গনা রানাউত।
পিলাটেজ প্রশিক্ষণের পরে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন তানিশা।
অভিনেত্রী জাহ্নবী কাপুরও পিলাটেজের প্রেমে মজেছেন।
ক্লাসে ঢোকার আগে পাপারাৎজিরা ক্যামেরাবন্দি করলেন অঙ্কিতা শোরেকে।
পিলাটেজ প্রেমী সুন্দরী তারকাদের তালিকায় রয়েছেন জাহ্নবীর বোন খুশিও।
পিলাটেজ প্রশিক্ষণ শেষে তরতাজা অবতারে সুন্দরী অদিতি রাও হায়দারি।
ক্লাসে যাওয়ার আগে নিজের সুন্দর দেহ সৌষ্ঠব ফ্লন্ট করলেন এষা গুপ্তা।
পিলাটেজ স্টুডিও-র বাইরে ক্যামেরায় ধরা দিলেন আলায়া ফার্নিচারওয়ালা।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন