মাধুরী দীক্ষিত: ৩৭ বছরে প্রথম এবং ৩৯ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ডান্সিং ডিভা।
শিল্পা শেঠি: ৩৭ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
ঐশ্বর্য রাই বচ্চন: ২০১১ সালে যখন মেয়ের জন্ম হয়, তখন তাঁর বয়স ৩৭।
রানি মুখোপাধ্যায়: ২০১৫ সালে মেয়ের জন্মের সময় নায়িকার বয়স ছিল ৩৭।
করিনা কাপুর খান: বড় ছেলে তৈমুরের জন্মের সময় ৩৬ বছর বয়স ছিল নায়িকার।
দ্বিতীয় পুত্র জেহ-র জন্ম হয় করিনার ৪০ বছর বয়সে।
সোহা আলি খান: ৩৮ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন পতৌদি-কন্যা।
নেহা ধুপিয়া: ২০১৮ সালে ৩৮ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী।
ফারহা খান: ৪৩ বছর বয়সে IVF পদ্ধতি ট্রিপলেট সন্তানের জন্ম দেন এই সুন্দরী পরিচালক ও কোরিওগ্রাফার।