সন্তানদের সঙ্গে বলিউড অভিনেতারা
বাবা-ছেলের কালার কো-অর্ডিনেশন, কালো কুর্তা-জ্যাকেটে অনবদ্য শাহিদ ও জাইন।
ছেলের সঙ্গে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন সুদর্শন অর্জুন রামপাল।
কন্যা নিতারার সঙ্গে কাটানো নানা রঙের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অক্ষয় কুমার।
ছোট ছেলে আব্রামের সঙ্গে যেন গভীর আলোচনায় ডুবে রয়েছেন বলিউডের বাদশা।
তৈমুর এবং জেহ-র সঙ্গে আদুরে-খুনসুটিতে ভরা উজ্জ্বল মুহূর্ত কাটান সইফ।
আরাধ্যা যেন বাবার ছোট্ট রাজকন্যা, আলো-মাখা মুহূর্তে সেলফি-বন্দি বাবা-মেয়ে।
মেয়ের সঙ্গে যেন গুরুগম্ভীর আলোচনা চলছে, কুণাল-ইনায়ার মিষ্টি মুহূর্তে মুগ্ধ ভক্তরা।
সন্তান যেন আয়ুষ্মানের প্রাণ, একই ফ্রেমে সন্তানের সঙ্গে ধরা দিলেন অভিনেতা।
কন্যা আকিরার সঙ্গে আদুরে সেলফি নেটদুনিয়ায় শেয়ার করলেন ফারহান।
আদর-আবদারে ছেলেকে নিয়েই মেতে রয়েছেন সিঙ্গল ফাদার তুষার কাপুর।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন