বড় পর্দায় ঝড় তুলেছিলেন এক সময়ে। 'সাহসী' দৃশ্যে অভিনয়েও ছিল না ছুৎমার্গ
তুমুল জনপ্রিয়তা পেয়েও অন্তরালে চলে গিয়েছিলেন তনুশ্রী দত্ত
১৯৮৪ সালে ১৯ মার্চ জামসেদপুরের এক বাঙালি পরিবারে জন্মান তনুশ্রী
২০০৪ সালে তাঁর মাথায় মিস. ইন্ডিয়ার শিরোপা ওঠে তাঁর মাথায়
এর পর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়ও ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি
২০০৫ সালে 'আশিক বনায়া আপনে'-র হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি
সেই ছবিতে খুব সাবলীল ভাবে ইমরান হাশমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় তাঁকে
এর পর 'চকোলেট', 'ভাগাম ভাগ', 'ঢোল', 'গুড বয় ব্যাড বয়'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেন তনুশ্রী
২০১০ সালে 'অ্যাপার্টমেন্ট' ছবির পর বিদায় জানান অভিনয় জগৎকে
২০১৮ সালে ফের শিরোনামে আসেন তনুশ্রী। তবে কাজ নয়, বিতর্কের কারণে
অভিনেতা নানা পাটেকরকে 'মি টু' অভিযোগে বিদ্ধ করেন তিনি
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন