জাহ্নবীর সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন কে?

পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গেলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর

তবে পরিবারের সদস্যদের পাশাপাশি জাহ্নবীর সঙ্গে দেখা গেল আরও একজনকে, চর্চা তাকে ঘিরেই সবচেয়ে বেশি৷

বাবা এবং বোনের সঙ্গে ছুটি কাটাতে যাওয়ার সময় জাহ্নবীর পাশে দেখা গেল তার প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়াকে

জাহ্নবী এবং শিখর কখনই তাদের সম্পর্ক নিশ্চিত করেননি

জাহ্নবী এবং শিখরের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন করণ জোহরও 

তার বিখ্যাত শো ‘কফি উইথ করণ’-এ করণ জোহর এসেছিলেন সারা এবং জাহ্নবী৷

সেখানেই করণ দুই অভিনেত্রীকে উদ্দেশ্য করে বলেন তাঁরা দুই ভাইকে ডেট করছেন৷ শুনেই লজ্জায় লাল দুই নায়িকা

সূত্রের খবর অনুযায়ী, এই দুই ভাই শিখর এবং বীর পাহাড়িয়া।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন