হামেশাই গৌতমের সঙ্গে দাম্পত্যের আলোমাখা মুহূর্ত শেয়ার করেন পঙ্খুরি।
একে অপরকে চোখে হারান, একেবারে মেড ফর ইচ আদার পঙ্খুরি-গৌতম।
গাড়ির ভিতর সেলফিতে কালার-কোঅর্ডিনেটেড কাপল গৌতম-পঙ্খুরি।
প্রকৃতির কোলে নিরিবিলিতে ভরসার কাঁধে মাথা রেখেছেন সুন্দরী অভিনেত্রী।
দাম্পত্যের রসায়ন জুড়ে রয়েছে খুনসুটিও, সেই মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন গৌতম।
এভাবেই আনন্দে মজার মুহূর্তে বাঁচেন হাসিখুশি এই তারকা দম্পতি।
আনন্দোজ্জ্বল মুহূর্তে এভাবেই ধরা দেন গৌতম-পঙ্খুরি।
প্রতিটা মুহূর্তেই ধরা পড়ে এই তারকা দম্পতির জোরদার রসায়ন।
একে অপরকে এভাবেই আগলে রাখেন গৌতম-পঙ্খুরি।
একান্ত ভ্রমণ মুহূর্তে ফ্রেমবন্দী যুগলে, মুগ্ধ হলেন ভক্তরা।
হাসিতে উজ্জ্বল রঙিন মুহূর্ত, এটাই গৌতম-পঙ্খুরির সুখের চাবিকাঠি।