মোনোক্রোমে মন মাতালেন অভয়
বলিউডের অন্যতম স্টাইলিশ ও দক্ষ অভিনেতা অভয় দেওল।
মোনোক্রোমের জাদুতে অভিনেতার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়।
ছবির পর্দাতেও মোনোক্রোম ম্যাজিক, সুদর্শন অভিনেতার থেকে চোখ সরানোই দায়।
স্টাইলিশ ফটোশ্যুটে সাদা-কালোর ফ্রেমে ধরা দিলেন সুপার স্টাইলিশ অভয়।
আনমনে নিজের খেয়ালে শার্টলেস নায়ক, পারদ চড়ল নেটমাধ্যমের।
সাদা-কালোয় অভয়ের ঠোঁটের কোণে নায়কোচিত হাসি, ঘায়েল হলেন ভক্তরা।
পর্দার ফাঁক দিয়ে আসা একফালি রোদ যেন অভয়ের শরীরে মায়াজাল বুনেছে।
যেন ডুবে রয়েছেন নিজ কাজে, মোনোক্রোমে মজেছেন অভয়।
আয়না তৈরি করেছে মায়ার দুনিয়া, যেন নিজের সঙ্গেই ব্যস্ত সুদর্শন নায়ক।
মোনোক্রোম এই ছবি দেখলেই চোখে ভাসে অভিনেতার কেরিয়ারের প্রথম দিকের কথা।
মোনোক্রোমের মায়া, শার্টলেস ছবিতে উষ্ণ আবেদনে ঝড় তুললেন অভিনেতা।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন