আলিয়ার গাঙ্গুবাঈ-ঝড়ে কাঁপল বার্লিন!
‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র প্রচারে বার্লিন গিয়ে সাদা পোশাকে ঝড় তুলেছেন আলিয়া।
সাদা গাউন ও খোলা চুলে অফ-হোয়াইট গোলাপ– আলিয়ার রূপে মুগ্ধ ভক্তরা।
ন্যুড মেক-আপে আলিয়ার থেকে চোখ যেন ফেরানো যায় না!
কোরাল লিপ-শেডে আলিয়ার চোখে লেগে রয়েছে মাদকতার ছোঁয়া।
দ্বিতীয় দিনে আলিয়া বেছেছিলেন সাদা প্লিটেড ওয়াইড লেগড প্যান্টস্ ও ব্লেজার।
অল্প উঁচু করে বাঁধা অগোছালো খোঁপায় নজর কেড়েছে আলিয়ার ড্যাঙ্গলার।
বার্লিনের সৌন্দর্যের আলোয় যেন আরও আলোকিত সুন্দরী অভিনেত্রী!
নো-মেক আপ লুকে আলিয়ার চোখ থেকে যেন ঝরে পড়ছে আবেদন!
তৃতীয় দিনে সাদা সিক্যুইনের শাড়িতে আলোর ঝলকানির মাঝে ফ্রেমবন্দি নায়িকা।
সাদা মিনি ড্রেসে বাথটাবে শুয়ে মিষ্টি নায়িকার আবেদনই মারাত্মক।
সাদা ব্লেজার চাপিয়ে বেসিনের পাশে বসে যেন পাশের বাড়ির মেয়ে আলিয়া!
ডিউয়ি মেক-আপে বিদেশ-বিভুঁইয়ে পারদ চড়িয়েছেন পর্দার ‘গাঙ্গুবাঈ’।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন