গ্রীষ্মকালীন ফ্যাশনে আলায়া
বডি হাগিং ক্রোশের ড্রেসে সৈকতে আগুন ঝরালেন লাস্যময়ী আলায়া এফ।
নীল আকাশে সাদা মেঘ, তারই মাঝে ফ্লোরাল ব্রালেট ও স্কার্টে পরীর মতো নায়িকা।
সুনীল সাগরের মাঝে অ্যাসিমেট্রিকাল ড্রেসে সৌন্দর্যের প্রতিমূর্তি পূজা-কন্যা।
বাদামি বিকিনিতে স্পষ্ট হয়েছে শরীরী হিল্লোল, আলো মেখে উজ্জ্বল অভিনেত্রী।
উজ্জ্বল কমলা টু-পিসে জলখাবারে মজেছেন সুন্দরী ও তণ্বী আলায়া।
সাদা বিকিনি ও প্যাস্টেল রঙা শ্রাগে যেন হাসির লহর তুলেছেন অভিনেত্রী।
প্রিন্টেড বিকিনি ও সারঙে সুপার সেক্সি অবতারে ধরা দিয়েছেন আলায়া।
সৈকতে বালুরাশির মাঝে কাট-আউট স্যুইমস্যুটে শিশুর ন্যায় হাস্যোজ্জ্বল আলায়া।
সেক্সি বিকিনিতে যেন রোদ মেখে স্নান করে নিলেন মোহময়ী আলায়া।
উপত্যকা ঘেরা জলের রাশি, আর তার মাঝে ব্রালেট ও স্কার্টে ইয়ট ভ্রমণে নায়িকা।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন