হলুদ শর্ট ড্রেসে বসন্ত প্রকৃতিরই অঙ্গ যেন অদিতি।
স্বচ্ছ গাউনে কার স্বপ্নে বিভোর স্বপ্নসুন্দরী?
ধ্রুপদী ইমারতকে টেক্কা দিয়ে চোখ টানে অদিতির ভিন্টেজ লুক।
পছন্দের লাল রঙে বিকেল রাঙালেন নায়িকা।
হালকা গোলাপি সাজে সারল্যের শেষ কথা অদিতি।
রিপড ডেনিমে সুদূরের ডাক দিয়েছেন সুন্দরী নায়িকা।
রঙ যেন রোদ্দুর হয়ে এসে বন্দী হয়েছে অদিতির পকেটে।
ছায়া আর কায়ার দো-রঙা যুগলবন্দি- যেন নায়িকার ম্যাজিক মোমেন্ট।
মদির চাহনিতে শহরের পথে রঙের রায়ট বাধিয়েছেন নায়িকা।
রাতপরীর রূপকথা, আঁধারে রূপের আলো জ্বেলেছেন অদিতি।