গরমে এই ব্যবসা করে মালামাল হচ্ছেন মহিলারা
বাইরে গিয়ে কাজ করতে না পারলে ব্যবসা করা যেতেই পারে।
প্রত্যেক মহিলাই কিছু ব্যবসা সহজে শুরু করতে পারেন।
আজ এমনই কিছু ব্যবসার বিষয়ে কথা বলব আমরা যা গ্রীষ্মপ্রধান এই দেশের পক্ষে আদর্শ, বিশেষ করে গরমকালে যার পণ্যের চাহিদাও প্রচুর।
ক্লাউড কিচেন- অর্ডার নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের নানা পদ তৈরি করে বিক্রি করা যাবে। মেন্যু হবে এমন যা গরমে শরীর আর মন দুইকেই তৃপ্তি দেবে।
জ্যুস কাউন্টার- রান্নার ঝক্কিতে যেতে না চাইলে আছে জ্যুস সেন্টার বা শেক সেন্টার। এই গরমের মরশুমেই এখন এর মাধ্যমে মাইসুরুর মহিলারা ভাল মতোই উপার্জন করে চলেছেন।
আইসক্রিম স্টোর:গরমের সেরা পণ্য আইসক্রিম- এই নিয়ে কোনও কথা হবে না। হোমমেড কেকের বাজার এখন গরম, আইসক্রিম নিয়ে এলেও তা ক্রেতারা লুফে নেবেন।
প্রতিটা ব্যবসারই ভাল আর খারাপ দিক রয়েছে।
প্রচুর চ্যালেঞ্জ সামনে আসবে। তবে দক্ষ হাতে তা সামলাতে হবে।