এই স্কিমে চড়া সুদে মিলবে মোটা রিটার্ন

২০২৩ সালের বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্কিম নিয়ে আসে কেন্দ্র সরকার।

নাম ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’। মহিলাদের বিনিয়োগে উৎসাহ দিতেই এই স্কিম চালু করেছে সরকার।

এই স্কিমে ৭.৫ শতাংশ হারে সুদ মিলবে। প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে জমা পড়বে অ্যাকাউন্টে। 

প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা। মহিলা বিনিয়োগকারীদের ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে ফর্ম-আই পূরণ করতে হবে।

যে কোনও মহিলা বা নাবালিকা মেয়ের নামে ‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প’ খোলা যাবে। 

‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প’ যৌথভাবে খোলা যাবে না। কোনও মহিলা নিজের নামে অর্থাৎ সিঙ্গল অ্যাকাউন্ট খুলতে পারেন।

‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প’-এর অধীনে একাধিক অ্যাকাউন্ট খোলা যেতে পারে। 

একটি অ্যাকাউন্টে সর্বনিম্ন ১০০০ টাকা এবং সর্বাধিক ২ লক্ষ টাকা জমা করা যাবে।

‘মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প’-এ সরকার ট্যাক্স বেনিফিট সংক্রান্ত কোনও তথ্য এখনও জানায়নি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন