প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিলে কী হবে?

কেউ বিমার প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন তাহলে প্রয়োজনের সময় বিমা কোম্পানিও হাত তুলে নেবে।

জীবন বিমা নিশ্চিত করে ব্যক্তির মৃত্যুর পর তাঁর প্রিয়জন এবং পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না।

কিন্তু জীবন বিমার প্রিমিয়াম বন্ধ করে দেওয়ার অর্থ হল, পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলা।

বিমা পলিসি কিনলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে। বিনিময়ে বিমা কোম্পানি পলিসির শর্ত অনুযায়ী ক্ষতির জন্য কভারেজ প্রদান করবে।

প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিলে পলিসিও বন্ধ হয়ে যেতে পারে। গোটাটাই বিমা কোম্পানির পাশাপাশি পলিসির শর্তাবলীর উপর নির্ভর করে।

যেমন টার্ম লাইন ইনস্যুরেন্স পলিসির ক্ষেত্রে যদি পলিসি হোল্ডার নির্ধারিত তারিখের মধ্যে প্রিমিয়াম জমা দিতে না পারেন তাহলে পলিসি বন্ধ হয়ে যাবে। 

এই পলিসিতে এতদিন যে টাকা জমা পড়েছে তা একটি বিচ্ছিন্ন তহবিলে স্থানান্তরিত হবে এবং লক ইন পিরিয়ডের পর সেই টাকা তোলা যাবে।

আইআরডিএআই-এর নির্দেশিকা অনুযায়ী বিমা কোম্পানিগুলি সাধারণত ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেয়। 

গ্রেস পিরিয়ডে ইনস্যুরেন্স পলিসি বলবৎ থাকে এবং এই সময়ে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর পরিবার বিমার টাকা দাবি করতে পারেন।

প্রিমিয়াম চালিয়ে যেতে না পারলে কিছু বিমা কোম্পানি ‘রিডিউসড পেড আপ’ বিকল্প দেয়। 

উল্লিখিত দুটি বিকল্প বেছে না নিলে গ্রেস পিরিয়ডের পর পলিসি বন্ধ হয়ে যাবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন