বার্ষিক আয়ের উপর আয়কর দিতে হয়। এটাই নিয়ম। বর্তমানে ভারতে দু’রকমের কর কাঠামো চালু রয়েছে। পুরনো এবং নতুন।
নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা দিতে হয়। এখন প্রশ্ন হল, কেউ যদি আয়কর না দেন বা আয় কমিয়ে দেখান তাহলে কী হবে?