আয়কর না দিলে কী                  হবে?

বার্ষিক আয়ের উপর আয়কর দিতে হয়। এটাই নিয়ম। বর্তমানে ভারতে দু’রকমের কর কাঠামো চালু রয়েছে। পুরনো এবং নতুন। 

নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা দিতে হয়। এখন প্রশ্ন হল, কেউ যদি আয়কর না দেন বা আয় কমিয়ে দেখান তাহলে কী হবে?

কেউ যদি আয়কর না দেন তাহলে তাঁর আয়কর স্ল্যাবের উপর ভিত্তি করে মোটা অঙ্কের জরিমানা করা হয়। 

২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হয় না। 

বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হলে ৫ শতাংশ আয়কর দিতে হয়।

প্রযোজ্য হার অনুযায়ী যদি কেউ আয়কর না দেন তাহলে তাঁকে জরিমানা দিতে হবে। 

জরিমানার পরিমাণ ঠিক করবে আয়কর বিভাগ। 

তবে বকেয়া করের চেয়ে জরিমানার পরিমাণ কম হয়।

এই প্রসঙ্গে আয়কর আইন ১৯৬১-এর নির্দিষ্ট বিধান রয়েছে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

গাছ লাগানোর ৩ মাস পর ফুল আসতে শুরু করে। বছরে ১০ থেকে ১২ বার ফুল আসে এবং এক হেক্টরে প্রায় ১৫ টন ফুল ফোটে।

গাঁদা ফুল শুধু পুজো, বিবাহ বা উৎসবে নয়, ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়।

বিবাহ ও উৎসবের মরশুমে ফুলের দাম প্রতি কেজি ৩০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়।