ভুল করে দু'বার LIC প্রিমিয়াম দিয়েছেন?

এক মাসে যদি ভুল করে কেউ দুবার প্রিমিয়াম জমা দিয়ে ফেলেন তাহলে কী হবে? সেই টাকা কি ফেরত পাওয়া যায়?

অফলাইনে LIC-র প্রিমিয়াম জমা দিলে ডবল পেমেন্টের কোনও সম্ভাবনাই নেই। কারণ সিস্টেম প্রত্যাখ্যান করবে। 

অর্থাৎ অনলাইন পেমেন্টেই দুবার প্রিমিয়াম জমা পড়ার সম্ভাবনা থাকছে।

দুবার পেমেন্ট হয়ে গেলে চিন্তার কিছু নেই, বাড়তি পেমেন্ট অ্যাকাউন্টেফেরত চলে আসবে।

বাড়তি টাকা যেহেতু প্রিমিয়ামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই সেটাকে আমানত হিসেবে দেখা হবে। 

এলআইসি যখনই বিষয়টা ধরতে পারবে তখনই অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেবে।

চেকের মাধ্যমে ডবল পেমেন্ট হলে কিন্তু টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে।

এই ক্ষেত্রে পলিসিহোল্ডারকে সনাক্ত করার পর টাকা ডিপোজিট হিসেবে ধরে রাখা হয় এবং পরের মাসের প্রিমিয়ামের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করা হয়।
মানি অর্ডারের মাধ্যমে ডবল পেমেন্ট হলেও একই ব্যাপার।

এলআইসি থেকে পলিসিহোল্ডারের এজেন্ট বা সেই এলাকার এজেন্টকে জানানো হয় যাতে তিনি যোগাযোগ করে অর্থ ফেরত দিতে পারেন। 

 তাই ডবল পেমেন্ট হলেও চিন্তার কিছু নেই।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন