ট্রেনের লোকো পাইলটের বেতন কত?

লোকো পাইলট হিসেবে সরাসরি কাউকে নিয়োগ দেওয়া হয় না।

ভারতীয় রেলওয়ে সহকারী লোকো পাইলটদের প্রথম নিয়োগ করা হয়।

সহকারী লোকো পাইলট পদে যোগদান করার পরে অভিজ্ঞতা অর্জনের পরে পদোন্নতির মাধ্যমে লোকো পাইলট হতে পারেন।

রেলওয়ে নিয়োগ বোর্ড এই উদ্দেশ্যে আলাদাভাবে পরীক্ষা পরিচালনা করে।

সহকারী লোকো পাইলটের দায়িত্ব হল ট্রেনটি চালানোর জন্য লোকো পাইলটকে সহায়তা করা। 

লোকো পাইলট বেতনের বিবরণের জন্য ম্যাট্রিক্স লেভেল ২, শুরুতে মূল বেতন হবে ১৯,৯০০ টাকা। 

এর সঙ্গে বাড়ি ভাড়া ভাতা (HRA), মহার্ঘ ভাতা (DA), পরিবহণ ভাতা (TA) ইত্যাদি সুবিধা রয়েছে।

লোকো পাইলটদের জন্য একটি শিফট থাকে তা ৮ ঘন্টা। 

লোকো পাইলটদের অবশ্যই সপ্তাহে কমপক্ষে ৩৬ ঘন্টা কাজ করতে হবে। 

এর বেশি কাজ করলে অতিরিক্ত বেতন পাবেন যাকে বলা হয় ওভারটাইম অ্যালাউন্স।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন