আধার কার্ডের ১২ সংখ্যার কী অর্থ ?
All products are listed on our website
বর্তমানে আধার কার্ড হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নথি।
ভারতীয়দের আধার কার্ড দেয় ইউআইডিএআই। প্রত্যেক আধার কার্ডে থাকে ১২ ডিজিটের একটি অনন্য সনাক্তকরণ নম্বর।
প্রতিটি সংখ্যা আধার কার্ড হোল্ডারের সম্পর্কে নির্দিষ্ট তথ্য দেয়। সেটা কীরকম?
আধার নম্বরের প্রথম সংখ্যা ভারতের কোনও নির্দিষ্ট অঞ্চল বা রাজ্যের সূচক।
আধার নম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাগুলি সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে যেখানে আধার কার্ড জারি করা হয়েছিল।
চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি ইউআইডিএআই-এর নিবন্ধকদের প্রতিনিধিত্ব করে যাঁরা আধার কার্ডের জন্য ব্যক্তিকে নথিভুক্ত করেছেন।
আধার নম্বরের ষষ্ঠ থেকে দ্বাদশ সংখ্যাগুলো এলোমেলো সংখ্যা এবং এর কোনও নির্দিষ্ট অর্থ নেই।
প্রতিটি আধার নম্বর যাতে অনন্য হয় তা নিশ্চিত করার জন্য এই নম্বরগুলি একটি জটিল অ্যালগরিদম ব্যবহার করে তৈরি করা হয়।
UIDAI জানিয়েছে, ১২ ডিজিটের নম্বরটি আধার নম্বর কি না তা যাচাই করতে ভারতীয় নাগরিকরা http://www.uidai.gov.in-এ যেতে পারেন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন