এখন থেকে লকারে পড়ে থাকা সোনা থেকেও সুদ উপার্জন করা সম্ভব।
এটা অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো।
ব্যাঙ্ক মনোনীত ব্যাঙ্কে সোনা জমা রাখলে মেয়াদপূর্তিতে সোনা অথবা সোনার মূল্য এবং অর্জিত সুদ দেওয়া হয়।
বিনিয়োগকারীর সোনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ব্যাঙ্কের।
মেয়াদ শেষে উপরি পাওনার মতো মিলবে সুদ। এই স্কিম শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত কয়েকটি ব্যাঙ্কেই উপলব্ধ।
গোল্ড মনিটাইজেশন স্কিম বা রিভ্যাম্পড গোল্ড ডিপোজিট স্কিমের বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।
যে কোনও ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। গোল্ড এফডি যৌথ নামেও খোলা যায়।
একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ৩০ গ্রাম সোনা জমা করতে পারেন। কোনও সর্বোচ্চ সীমা নেই। ঘ) এই স্কিমে ১ থেকে ১৫ বছরের মেয়াদ রয়েছে।
গোল্ড মনিটাইজেশন স্কিমের আওতায় অর্জিত সুদ মূলধন লাভ কর, সম্পদ কর এবং আয়করে ছাড় মেলে