প্রকৃত পক্ষেই আধার হল বিশিষ্ট নাগরিক পরিচয়পত্র ৷ ভারত সরকার UIDAI-এর প্রতিষ্টা করে ২০১৬ সালে ৷
আজ আধার প্রতিটি দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি ৷ তবে আধার কার্ড তৈরি করতে গেলে বেশ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করতে হবে ৷
আধার কার্ড করতে গেলে জরুরি যোগ্যতাও প্রয়োজনীয় ৷ ভারতে আধার কার্ড করতে গেলে বেশ কয়েকটি শর্ত মানতে হবে ৷
ভারতের যেকোনও মানুষ, নবজাতক, নাবালক, নাবালিকা আধার কার্ড করতে পারে ৷
৫ বছরের কমের শিশুদের বাল আধার কার্ডও আছে ৷
১২ মাসের বেশি সময় ভারতে বসবাসকারী এনআরআই ও বিদেশিরা আধার কার্ড তৈরি করতে পারবেন ৷
১৮০ দিনের বসবাসকারী ভারতীয় পাসপোর্ট যাঁদের আছে তাঁদের জন্য আধার কার্ড আবশ্যিক ৷