আধার কার্ড হারিয়ে গিয়েছে? 

এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। 

 সোজা কথায়, আধার কার্ড ছাড়া জীবন অচল। এই অবস্থায় যদি কারও আধার হারিয়ে যায়, তাহলে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক।

আধার কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পুনরায় তা তৈরি করে নেওয়া যাবে। এই কাজে সাহায্য করে ইউআইডিএআই। 

এর জন্যে বিশেষ ছোটাছুটি করারও প্রয়োজন হয় না। ঘরে বসে অনলাইনেই এই পরিষেবা পাওয়া যায়।

তাই আধার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ‘পিভিসি আধার কার্ড’ অর্ডার করতে হবে। 

নতুন পিভিসি কার্ড হাতে পেতে মাত্র ৫০ টাকা খরচ করতে হবে।

https://uidai.gov.in –এ যেতে হবে। এবার ‘মাই আধার’ বিভাগে গিয়ে ‘অর্ডার আধার পিভিসি কার্ড’ অপশনে ক্লিক করতে হবে। 

লিখতে হবে আধার ১২ ডিজিটের নম্বর বা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি বা ২৮ ডিজিটের আধার এনরোলমেন্ট আইডি। 

সিকিউরিটি কোড বা ক্যাপচা পূরণ করতে হবে। ওটিপি-র জন্যে ‘সেন্ড ওটিপি’-তে ক্লিক করতে হবে। 

মোবাইলে ওটিপি এলে সেটা পূরণ করতে হবে নির্ধারিত স্থানে। সেটা সাবমিট করলেই পিভিসি কার্ডের পূর্বরূপ স্ক্রিনে চলে আসবে। 

এ-বার পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। সেখানে ৫০ টাকা জমা দিলে পিভিসি কার্ডের অর্ডার সম্পূর্ণ হবে। 

কিছু দিনের মধ্যেই ইউআইডিএআই স্পিড পোস্টের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেবে কার্ড।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

পপ-আপে আনব্লক অপশন দেখা যাবে, তাতে আঙুল ছোঁয়ালেই আনব্লক হয়ে যাবে।