ছেঁড়া নোট বদলের নিয়ম জানেন?

ছেঁড়া ফাটা নোট বদল নিয়ে ব্যাঙ্কগুলিকেই নির্দেশ দিয়ে রেখেছে আরবিআই।

নোটের কতটা অংশ কাটা অথবা ফাটা রয়েছে, সেই অনুযায়ী ঠিক হয় পুরো মূল্য ফেরত দেওয়া হবে নাকি অর্ধেক৷

৫০ টাকার নোটের ক্ষেত্রে ন্যূনতম ৮৬ বর্গ সেন্টিমিটার অংশ জমা দিলে পুরো মূল্য ফেরত পাওয়া যাবে৷ 

 ৪৬ বর্গ সেন্টিমিটার পর্যন্ত নোটের অংশ জমা দিলে অর্ধেক দাম পাওয়া যাবে৷ 

৫০ টাকার নতুন নোটে পুরো মূল্য পাওয়ার জন্য ন্যূনতম ৭২ বর্গ সেন্টিমিটার অংশ জমা দিতে হবে৷ 

৫০ টাকার নতুন নোটে ন্যূনতম ৩৬  বর্গ সেন্টিমিটার অংশ জমা দিলে অর্ধেক মূল্য ফেরত পাওয়া যাবে৷ 

১০০ টাকার পুরনো কাটা ছেঁড়া নোটের ক্ষেত্রে পুরো দাম পেতে ৯২ বর্গ সেন্টিমিটার অংশ ব্যাঙ্কে জমা দিতে হবে৷

একশো টাকার পুরনো নোটের ৪৬ বর্গ সেন্টিমিটার আয়তনের নোট জমা দিলে অর্ধেক মূল্য পাওয়া যাবে৷ 

Heading 2

Heading 3

১০০ টাকার নতুন নোটের ক্ষেত্রে পুরো দাম পেতে ৭৫ বর্গ সেন্টিমিটার অংশ ব্যাঙ্কে জমা দিতে হবে৷

একশো টাকার নতুন নোটের ৩৮ বর্গ সেন্টিমিটার আয়তনের নোট জমা দিলে অর্ধেক মূল্য পাওয়া যাবে৷ 

২০০ টাকার নোটের ৭৮ বর্গ সেন্টিমিটার অংশ ব্যাঙ্কে জমা দিলে পুরো মূল্য ফেরত হয়৷ 

৫০০ টাকার নোটের ক্ষেত্রে ন্যূনতম ৮০ বর্গ সেন্টিমিটার জমা দিলে পুরো মূল্য পাওয়া যাবে৷ 

৫০০ টাকার ছেঁড়া নোটের অর্ধেক মূল্য পেতে গেলেও ন্যূনতম ৪০ বর্গ সেন্টিমিটার অংশ জমা দিতে হবে৷ 

২০০০ টাকার নোট বদলের সময় নোটের অন্তত ৮৮ বর্গ সেন্টিমিটার অংশ জমা দিলে তবেই পুরো মূল্য ফেরত দেবে ব্যাঙ্ক৷ 

২ হাজার টাকার নোটের অর্ধেক মূল্য পেতে গেলেও অন্তত ৪৪ বর্গ সেন্টিমিটার অংশ জমা দিতেই হবে৷ 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন