৮ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল RBI-র !
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে বেশ কয়েকটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে ৷
এর মধ্যে বেশ কিছু কোপরেটিভ ব্যাঙ্ক আছে ৷ যদি আপনারও এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সবার আগে জেনে নিন খবরটি ৷
রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তে সব থেকে বেশি ক্ষতি হয়েছিল কোঅপরেটিভ ব্যাঙ্কগুলিতে ৷
৩১ মার্চ ২০২৩-এ শেষ হওয়া ফাইন্যানশিয়াল বছরে ৮টি কো অপোরেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে ৷
বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সেই নিয়ম অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ১০০ বারেরও বেশি সময় ধরে জরিমানা ধার্য করা হয়েছে ৷
কো-অপোরেটিভ ব্যাঙ্কের মাধ্যমে গ্রামাঞ্চলে দ্রত গতিতে ব্যাঙ্কিং পরিষেবা বৃদ্ধি করা হয়েছে ৷
এই সমস্ত ব্যাঙ্কের বেশ কিছু অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ৷ কেননা কো-অপরেটিভ ব্যাঙ্কের ভুল অর্থনীতি, দুর্বল সিদ্ধান্ত, স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ ৷
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মানার কারণে এই সমস্ত ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে ৷ গত এক বছরে আটটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়েছে ৷
এবার দেখে নেওয়া যাক রিজার্ভ ব্যাঙ্ক কোন কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট বাতিল করেছে ৷
যে যে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলি হল -১. মুঘল কো-অপরেটিভ ব্যাঙ্ক, মিলথ কো-অপরেটিভ ব্যাঙ্ক ৷
শ্রী আনন্দ কো অপরেটিভ ব্যাঙ্ক, রূপী কো অপরেটিভ ব্যাঙ্ক, ডেক্কন আর্বন কো অপরেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো অপরেটিভ ব্যাঙ্ক, বাবাজি দাতে মহিলা আর্বান ব্যাঙ্ক ৷
উপরোক্ত ব্যাঙ্কগুলি লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ অপর্যাপ্ত পুঁজি, অনিয়ম ও ব্যাঙ্কিং নিয়ম না মানার জন্য লাইসেন্স বাতিল হয়েছে বলে জানতে পারা গিয়েছে ৷
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বিগত বেশ কয়েকটি ব্যাঙ্কের উপরে নজর রাখছিল ৷ আরবিআই ২০২১-২২ সালে ১২টি কো-অপরেটিভ ব্যাঙ্ক ৷
২০২০-২১ সালে ৩ ও ২০১৯-২০ সালে ২ কো-অপরেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছিল ৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন