চেকে এই ভুলগুলো করলেই সর্বনাশ! 

পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক অতীতে সবচেয়ে বেশি বেড়েছে চেক জালিয়াতি।

গ্রাহকের চেক যাতে অন্য কেউ অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।

যাকে টাকা দেওয়া হচ্ছে, চেকে তার নাম, টাকার পরিমাণ এবং তারিখ লিখতে হবে।

ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করলে ঠকতে হবে।

ব্যাঙ্ক চেক নিরাপদে রাখতে প্রয়োজনে ক্রস করা চেক ইস্যু করা যায়। এটা চেক অপব্যবহার রোধে সাহায্য করে।

চেক ইস্যু করার সময় কোনও ফাঁকা জায়গা রাখা চলবে না। জায়গা ফাঁকা থাকলে সেখানে লাইন টেনে দিতে হবে।

চেকে কোনও পরিবর্তন হলে, সেগুলো যাচাই করার জন্য, সেই স্থানে স্বাক্ষর করে দেওয়া উচিত।

চেক বাতিল করার সময় এমআইসিআর ব্যান্ডটি ছিঁড়ে পুরো চেক জুড়ে ‘ক্যানসেল’ লিখতে হয়।

কারও নামে চেক ইস্যু করলে তার বিস্তারিত বিবরণ নিজের কাছে রাখা উচিত। বাতিল চেকের ক্ষেত্রেও একই কথা খাটে।

এছাড়া চেকবুক সবসময় নিরাপদ জায়গায় রাখা উচিত। যাতে তা অন্য কারও হাতে না পড়ে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন