LIC-র জীবন আনন্দে শুধুই আনন্দ!
LIC-র সবচেয়ে জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম নিউ জীবন আনন্দ পলিসি।
এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল দীর্ঘমেয়াদি হওয়ায় মোটা অঙ্কের রিটার্নের সুবিধা।
এই পলিসিতে বিনিয়োগে শুধু নিশ্চিত রিটার্ন পাওয়া যায় তাই নয়, কিছু অতিরিক্ত সুবিধাও মেলে।
রেগুলার প্রিমিয়াম পেমেন্ট বেছে নেওয়ার নমনীয়তাও রয়েছে।
পলিসির মেয়াদ শেষের আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ম্যাচিউরিটির টাকা দেওয়া হয় নমিনিকে।
আর যে জিনিসটা এই পলিসিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে সেটা হল, ১০০ বছর পর্যন্ত পলিসি কভার পাওয়ার বিকল্প।
পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদপূর্তিতে নিশ্চিত রিটার্ন।
এই পলিসিতে বিনিয়োগ করলে পলিসি হোল্ডার এলআইসি-র লাভের একটা অংশ পান।
এই স্কিমে বিনিয়োগ করলে করছাড়ের অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
প্রতি দিন ৪৫ টাকা বিনিয়োগ করেন তাহলেও মেয়াদ শেষে তিনি ২৫ লাখ টাকার মালিক হতে পারবেন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন