SIP কি ১০০% নিরাপদ, টাকা মার যাবে না তো?

মিউচুয়াল ফান্ডে এসআইপি বিনিয়োগ সহজ এবং সুবিধাজনক এবং লাভজনক।

তবে এর কিছু অসুবিধাও রয়েছে । 

মিউচুয়াল ফান্ড এসআইপি-তে বিনিয়োগের সবচেয়ে বড় অসুবিধা হল, টাকা হারানোর ভয় থেকে যায়।

মিউচুয়াল ফান্ডে একজন ফান্ড ম্যানেজার থাকেন।

তিনি ফান্ডের দেখভাল করেন, স্টক নির্বাচন করেন, কোথায় বিনিয়োগ লাভজনক, দেখেন তাও।

মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ড বাজার উপকরণ।

মূলত স্টক, বন্ড, কমোডিটি ইত্যাদিতে বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগ বিকল্পগুলি মূল্য হারাতে পারে। ফলে মূল্য হারাতে পারে মিউচুয়াল ফান্ডও।

মিউচুয়াল ফান্ডের মূল্য কমে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যদি না বড়সড় কোনও আর্থিক পতনের খবর থাকে।

অধৈর্য এবং আতঙ্কিত হলে আখেরে ক্ষতিই হয়। অনেকে ফান্ড থেকে টাকা তুলে নেন। এমনটা করলে টাকা হারানোর সম্ভাবনা থাকে।

মাথায় রাখতে হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগই সবচেয়ে লাভজনক।

বিশেষজ্ঞরা বলছেন, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মোটামুটি ১০ থেকে ১৫ বছর বা তার বেশি সময় ধরে স্টকে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা কমে যায়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন