আয়কর রিটার্ন দাখিল করার সময়, প্রত্যেক করদাতাকেই নিজের আয় সম্পর্কে সঠিক তথ্য পেশ করতে হয় আয়কর বিভাগের কাছে
কিন্তু অনেক সময় ছোটখাটো ভুল হয়ে যায়, কখনও অসাবধানতাবশত
সাধারণত, এই পাঁচটি বড় ভুল হয়ে গেলে আয়কর দফতর থেকে নোটিশ পাঠানো হয়
যদি কারও আয় গৃহীত সীমার উপরে হয় তবে আইটিআর পূরণ করা আবশ্যক, আইটিআর ফাইল না করার জন্য নোটিশ পাঠায়
আইটিআর ফর্মে ভুল তথ্য দেওয়া হলেও আয়কর দফতরের বিভিন্ন বিভাগ থেকে নোটিশ আসতে পারে
টিডিএস-এ ভুল- যদি রিটার্নের জন্য উল্লেখ করা টিডিএস-এর সঙ্গে বাস্তবের মিল না থাকে তাহলে আয়কর দফতর নোটিশ পাঠাতে পারে
কোনও ভারতীয় নাগরিক একটি আর্থিক বছরে যে পরিমাণ আয় করছেন তা অবশ্যই আইটিআর-এ ঘোষণা করতে হবে
অনেক সময়ই অজ্ঞানতাবশত আইটিআর ফাইলিংয়ে ভুল হয়ে যায়, এমনটা হলে আয়কর বিভাগ নোটিশ পাঠাতে পারে
বিপুল পরিমাণের কোনও লেনদেন হলেও আয়কর বিভাগ থেকে একটি নোটিশ পাঠাতে পারে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন