প্রায় প্রতি মাসেই আর্থিক কোনও না কোনও নিয়মে বদল হয়েই চলেছে। 

প্রায় প্রতি মাসেই আর্থিক কোনও না কোনও নিয়মে বদল হয়েই চলেছে। 

কোন কোন ক্ষেত্রে কী রকমের বদল এল চলতি বছরের মে মাস থেকে, দেখে নেওয়া যাক এক ঝলকে।

জিএসটি- ১০০ কোটি বা তার বেশি টার্নওভারের ব্যবসায় ১ মে থেকে চালান ইস্যুর ৭ দিনের মধ্যে আইআরপি-তে আপলোড করতে হবে ইলেকট্রিক চালান।

ওয়ালেট কেওয়াইসি- টাকা-পয়সা খাটানোর সবথেকে বড় বিনিয়োগের ক্ষেত্র মিউচুয়াল ফান্ডের নিয়মও বদলে গিয়েছে ১ মে, ২০২৩ তারিখ থেকে।

এখন থেকে বিনিয়োগকারীদের ই-ওয়ালেটের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা খাটাতে হবে। 

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই তাহলে সেই ফেইলড ট্রানজাকশনের জন্য ১০ টাকা জরিমানা দিতে হবে, সঙ্গে জিওসটি-ও বসবে।

এলপিজি-র দামএলপিজি সিলিন্ডারের দাম কিন্তু ১ মে, ২০২৩ তারিখ থেকে কমেছে।

এখন থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের জন্য দিতে হবে ১৯৬০.৫০ টাকা; আগে এর দাম ছিল ২১৩২ টাকা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন