LIC প্রিমিয়াম বন্ধ করে দিলে কত টাকা পাবেন?

LIC পলিসি মেয়াদ শেষের আগেই বন্ধ করে দেওয়া হয়, তাকে বলে ‘সারেন্ডারিং পলিসি’। এই সময় যে টাকা পাওয়া যায় সেটা ‘পলিসি সারেন্ডার ভ্যালু’। 

মেয়াদ শেষের আগে পলিসি সারেন্ডার করলে বা বন্ধ করে দিলে কত টাকা মিলতে পারে?

স্বাভাবিকভাবেই সেটা ম্যাচুরিটি মূল্যের চেয়ে অনেক কম। এখন দেখে নেওয়া যাক ‘সারেন্ডার ভ্যালু’ কীভাবে গণনা করা হয়।

টানা ৩ বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি বন্ধ করলে ‘সারেন্ডার ভ্যালু’ পাওয়া যায়।

যদি কেউ ২ বছর প্রিমিয়াম জমা দিয়ে পলিসি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে তিনি সারেন্ডার ভ্যালু পাবেন না।

গণনা করার ফরমুলা রয়েছে। সেটা হল - {বেসিক অ্যাসিওরড (প্রদেয় প্রিমিয়ামের সংখ্যা/প্রদেয় প্রিমিয়ামের মোট সংখ্যা) এবং মোট প্রাপ্ত বোনাস} X দ্বারা গুণিত, যেখানে X হল সারেন্ডার ভ্যালুর ফ্যাক্টর।

পলিসি সারেন্ডারের ২টি পদ্ধতি আছে। সেই অনুযায়ী গ্রাহককে কত টাকা দেওয়া হবে তা নির্ধারণ করা হয়। দেখে নেওয়া যাক সেগুলো।

গ্যারেন্টেড সারেন্ডার ভ্যালুর আওতায় ৩ বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি সারেন্ডার করা যায়।

তারপর পলিসি বন্ধ করলে সারেন্ডার ভ্যালু হবে, আজ পর্যন্ত জমা দেওয়া প্রিমিয়ামের ৩০ শতাংশ।

গ্যারেন্টেড সারেন্ডার ভ্যালুর চেয়ে স্পেশাল সারেন্ডার ভ্যালুর পরিমাণ বেশি। এটা ৩ ভাবে কাজ করে। 

যদি পলিসি হোল্ডার ৩ বছরের বেশি কিন্তু ৪ বছরের কম সময়ের জন্যে প্রিমিয়াম পরিশোধ করেন তাহলে তিনি ম্যাচুরিটির পরিমাণের ৮০ শতাংশ টাকা পাবেন।

পলিসি হোল্ডার যদি ৪ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের জন্যে প্রিমিয়াম পরিশোধ করেন তাহলে তিনি ম্যাচুরিটির পরিমাণের ৯০ শতাংশ টাকা পাবেন। 

আর যদি কেউ ৫ বছরের বেশি প্রিমিয়াম দেন তাহলে তিনি ম্যাচুরিটির ১০০ শতাংশ টাকাই পাবেন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন