ব্যাঙ্ক বন্ধ ? কী হবে লকারে রাখা জিনিসের ?

ব্যাঙ্ক উঠে যাওয়ার কারণ যা-ই থাক না কেন, সেখানে লকারে রাখা মূল্যবান জিনিসগুলো আমাদের, অতএব ওগুলোর কী হবে সেটা ভেবে দেখা দরকার।

ব্যাঙ্ক ডকে উঠলে লকারে রাখা জিনিসগুলোও কি হাতছাড়া হয়ে যায়?

কোনও ব্যাঙ্ক যদি নিজেদের ব্যবসা বন্ধ করে দেয়, তাহলে আইন অনুসারে সেটা প্রত্যেক গ্রাহককে বিজ্ঞপ্তি সহকারে জানাতে বাধ্য।

সেক্ষেত্রে নোটিফিকেশন এলে বা বিজ্ঞপ্তি এলে সেই মতো লকার থেকে নিজেদের মূল্যবান জিনিস সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় ৷

নয়া লকার চুক্তি অনুসারে যদি লকার থেকে চুরি, ডাকাতি, ব্যাঙ্কের অবহেলা বা তার কর্মচারীদের পক্ষ থেকে কোনও ধরনের ঘটনা ঘটে তাহলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে।

এই ক্ষতিপূরণ লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণ পর্যন্ত হবে।

তবে হ্যাঁ, যদি লকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষতিপূরণের জন্য ব্যাঙ্ক দায়ী থাকবে না।

অন্য দিকে, লকার সুবিধা গ্রহণকারী গ্রাহক মারা গেলে, নতুন চুক্তি অনুযায়ী, নমিনি লকার সুবিধা পাবেন। 

মনে রাখা দরকার, এই সুবিধা পেতে হলে নতুন লকার চুক্তিতে সই করতে হবে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন