শুরু করুন এই ব্যবসা, উপচে পড়বে টাকা

ব্যবসা মানেই বিশাল পুঁজি, কেতাদুরস্ত অফিস, তা কিন্তু মোটেই নয়।

বরং বাড়ির ছোট গ্যারেজ থেকেই সফল ব্যবসার প্রথম পদক্ষেপটা নেওয়া যায়।

এখানে সেই ধরনের কিছু ব্যবসারই হদিশ দেওয়া হল। 

লন্ড্রি সার্ভিস মানে জামাকাপড় কাচা, শুকনো এবং ইস্ত্রি। এই ব্যবসার জন্যে বড় জায়গার দরকার নেই। 

পোষ্য প্রাণীর যত্নআত্তি: কুকুর বা বিড়াল ভালবাসেন যাঁরা, তাঁদের জন্যে এই ব্যবসাটা একেবারে যথাযথ। এই ব্যবসায় পোষ্যর পরিচর্যা করতে হয়।

মেধা আর জায়গা। গৃহশিক্ষকতার জন্যে এই দুটো জিনিসই লাগে। 

একজন গৃহশিক্ষক ক্লাস অনুযায়ী দিনে চার-পাঁচটা ব্যাচ পড়াতে পারেন।

ভাল ফটোগ্রাফারের কাজ দিন দিন বাড়ছে। হ্যাঁ, গ্যারেজে বসে ছবি তোলা যাবে না ঠিক, কিন্তু গ্যারেজে কম্পিউটার সেটআপ করে এডিটিং স্টেশন বানিয়ে ফেলা যায়।

জুয়েলারি ডিজাইনার: গ্যারেজে গয়নার ডিজাইন করে বিভিন্ন আউটলেটে কিংবা অনলাইনে সেগুলো বিক্রি করা যায়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন