ফোন এবং ই-মেলে সহজ, সস্তা লোনের খবরও আসে প্রতিনিয়ত।
জরুরি পরিস্থিতিতে দ্রুত মোটা টাকা সংগ্রহের জন্যে ব্যক্তিগত ঋণ নেন অনেকেই।
বর্তমানে ইন্টারনেটে এমন অনেক অ্যাপ রয়েছে যারা সস্তায় ঋণের প্রতিশ্রুতি দেয়।
কিছু অ্যাপ কার্যকর হলেও বেশিরভাগই ভুয়ো।
কোনও অ্যাপ সঠিক, কোনটা ভুয়ো তা সনাক্ত করা যাবে কী করে?
অ্যাপ ডাউনলোড করার আগে দেখে নিতে হবে সেটা কোন ব্যাঙ্ক বা নন ব্যাঙ্কিং আর্থিক কোম্পানির সঙ্গে যুক্ত।
গুগল-এর নীতি অনুযায়ী, যে কোনও লোন অ্যাপকে অবশ্যই অন্ততপক্ষে একটি এনবিএফসি-এর সঙ্গে যুক্ত থাকতে হবে।
অ্যাপ থেকে ঋণ নেওয়ার আগে জেনে নিতে হবে কোন সংস্থা এটি চালাচ্ছে। কোন সংস্থা এটি তৈরি করেছে, সেই সংস্থার ট্র্যাক রেকর্ডও পরীক্ষা করা উচিত।
ওয়েবসাইট, যোগাযোগের বিবরণ, অফিসের ঠিকানা যাচাই করতে হবে। ভারতে কোনও অফিস রয়েছে কি না, কোথায় সেই অফিস— সব দেখে নিতে হবে।
লোন অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই এর রেটিং এবং রিভিউ পড়তে হবে।
অ্যাপ স্টোরে এই সংক্রান্ত সমস্ত বিবরণ পাওয়া যায়।
RBI এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রায় ৬০০টি অবৈধ লোন অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপ স্টোরে চলছে। অতএব সাবধান।