কীভাবে অনলাইনে ITR ফাইল করবেন?

বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি হলে আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক।

আয়কর রিটার্ন হল করদাতার বার্ষিক আয় জানানোর একটি ফর্ম। অনলাইনেই এই ফর্ম জমা দেওয়া যায়।

প্রথম ধাপ – আয় এবং করের হিসাব: আয়কর আইন অনুযায়ী করদাতাকে তাঁর বার্ষিক আয় গণনা করতে হবে।

দ্বিতীয় ধাপ - টিডিএস এবং ২৬ এএস ফর্ম: অর্থ বছরের ৪ ত্রৈমাসিকে টিডিএস সার্টিফিকেট থেকে প্রাপ্ত টিডিএস-এর পরিমাণ এক জায়গায় আনতে হবে।

তৃতীয় ধাপ – সঠিক আয়কর ফর্ম বাছাই: আয়কর রিটার্ন দাখিল করার আগে কোন ফর্ম পূরণ করতে হবে সেটা সঠিকভাবে জানা উচিত।

চতুর্থ ধাপ – আয়কর পোর্টাল থেকে আইটিআর ইউটিলিটি ডাউনলোড: এ জন্যে www.incometax.gov.in সাইটে যেতে হবে। উপরের মেনু বারে রয়েছে ডাউনলোড অপশন। 

পঞ্চম ধাপ – ডাউনলোড করা ফাইলে নিজের তথ্য: ইউটিলিটি ডাউনলোড করার পর দিতে হবে আয়ের যাবতীয় তথ্য। এরপর ইউটিলিটি গণনা অনুসারে প্রদেয় ট্যাক্স বা রিফান্ড প্রাপ্তি চেক করতে হবে। 

ষষ্ঠ ধাপ - তথ্য যাচাই: ডাউনলোড করা ফর্মের ডানদিকে কয়েকটি বাটন রয়েছে। 

সপ্তম ধাপ – ফাইলটিকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে হবে: সমস্ত তথ্য যাচাই করার পর ফাইলটিকে ফাইলটিকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে হবে।

অষ্টম ধাপ – আয়কর পোর্টালে এক্সএমএল ফাইল আপলোড: এবার আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে ই-ফাইল ট্যাব অপশন থেকে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন’ অপশনে ক্লিক করতে হবে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

কুম্ভ ও মিথুন রাশির জাতক-জাতিকারা সব দিক সামলে চলার ক্ষমতা রাখেন।