বার্ষিক আয় ২.৫ লাখ টাকার বেশি হলে আয়কর রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক।
আয়কর রিটার্ন হল করদাতার বার্ষিক আয় জানানোর একটি ফর্ম। অনলাইনেই এই ফর্ম জমা দেওয়া যায়।
প্রথম ধাপ – আয় এবং করের হিসাব: আয়কর আইন অনুযায়ী করদাতাকে তাঁর বার্ষিক আয় গণনা করতে হবে।
দ্বিতীয় ধাপ - টিডিএস এবং ২৬ এএস ফর্ম: অর্থ বছরের ৪ ত্রৈমাসিকে টিডিএস সার্টিফিকেট থেকে প্রাপ্ত টিডিএস-এর পরিমাণ এক জায়গায় আনতে হবে।
তৃতীয় ধাপ – সঠিক আয়কর ফর্ম বাছাই: আয়কর রিটার্ন দাখিল করার আগে কোন ফর্ম পূরণ করতে হবে সেটা সঠিকভাবে জানা উচিত।
চতুর্থ ধাপ – আয়কর পোর্টাল থেকে আইটিআর ইউটিলিটি ডাউনলোড: এ জন্যে www.incometax.gov.in সাইটে যেতে হবে। উপরের মেনু বারে রয়েছে ডাউনলোড অপশন।
পঞ্চম ধাপ – ডাউনলোড করা ফাইলে নিজের তথ্য: ইউটিলিটি ডাউনলোড করার পর দিতে হবে আয়ের যাবতীয় তথ্য। এরপর ইউটিলিটি গণনা অনুসারে প্রদেয় ট্যাক্স বা রিফান্ড প্রাপ্তি চেক করতে হবে।
ষষ্ঠ ধাপ - তথ্য যাচাই: ডাউনলোড করা ফর্মের ডানদিকে কয়েকটি বাটন রয়েছে।
সপ্তম ধাপ – ফাইলটিকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে হবে: সমস্ত তথ্য যাচাই করার পর ফাইলটিকে ফাইলটিকে এক্সএমএল ফরম্যাটে কনভার্ট করতে হবে।
অষ্টম ধাপ – আয়কর পোর্টালে এক্সএমএল ফাইল আপলোড: এবার আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে ই-ফাইল ট্যাব অপশন থেকে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন’ অপশনে ক্লিক করতে হবে।