ক্যাপসিকাম বারো মাসের উপকারী সবজি।
লঙ্কা প্রজাতির এই সবজিটির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।
বাজারে সারাবছরই মেলে। দামও বেশ ভালই পাওয়া যায়।
তাই বর্তমানে ক্যাপসিকাম চাষের দিকে অনেকেই ঝুঁকছেন।
জলনিকাশিযুক্ত দোআঁশ মাটি এই সবজিটি চাষের
পক্ষে অত্যন্ত
প্রয়োজনীয়।
বাজারে বিভিন্ন জাতের ক্যাপসিকামের বীজ পাওয়া যায়।
উন্নত কয়েকটি জাত হল ক্যালিফোর্নিয়া ওয়াণ্ডার, চায়নিজ জায়েন্ট, হাম্বার্স, কিং অফ নর্থ ইত্যাদি।
খুব ভাল ফসল পেতে ভাদ্র ও মাঘ মাসে বীজ বপন করা হয়।
খুব ভাল ফসল পেতে ভাদ্র ও মাঘ মাসে বীজ বপন করা হয়।
জৈব সার ও আ্যজোটোব্যাকটর এবং পিএসবি প্রয়োগ করা হয় এই চাষে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন