কী অবস্থায় আছে পেনশন? 

পেনশনভোগীরা ইপিএফও-র পেনশনার পোর্টালে তাঁদের পেনশন নিয়ে খোঁজখবর করতে পারেন।

১২ সংখ্যার পিপিও নম্বর প্রত্যেক পেনশনভোগী বা পেনশনভোগীর পরিবারের যে কোনও যোগাযোগের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে। 

পিপিও নম্বর খুঁজে বের করার উপায়:

প্রথম ধাপ - www.epfindia.gov.in-এ লগ ইন করতে হবে।
দ্বিতীয় ধাপ – ক্লিক করতে হবে পেনশনার পোর্টালে।

তৃতীয় ধাপ – সেখান থেকে ‘ওয়েলকাম টু পেনশনার্স পোর্টাল’-এ পাঠানো হবে।
চতুর্থ ধাপ – এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা পিএফ নম্বর লিখতে হবে।

পেনশন স্টেটাস দেখার পদ্ধতি:

প্রথম ধাপ - www.epfindia.gov.in-এ লগ ইন করতে হবে।দ্বিতীয় ধাপ – ক্লিক করতে হবে পেনশনার পোর্টালে।তৃতীয় ধাপ – সেখান থেকে ‘ওয়েলকাম টু পেনশনার্স পোর্টাল’-এ পাঠানো হবে।

চতুর্থ ধাপ – এবার পৃষ্ঠার ডানদিকে ‘নো ইয়োর পেনশন স্টেটাস’-এ ক্লিক করতে হবে।পঞ্চম ধাপ – অফিস, অফিস আইডি, পিপিও নম্বর দিয়ে ‘পেনশন স্টেটাস’-এ ক্লিক করলেই জানা যাবে পেনশনভোগীর পেনশনের বর্তমান অবস্থা।

পিপিও-তে অন্তর্ভুক্ত পেনশনারি অ্যাওয়ার্ডগুলি সঠিক এবং বর্তমান প্রবিধান অনুযায়ী পেতে হলে এটি পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই করে দেখে নিতে হবে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন