অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা এবং পরা অত্যন্ত শুভ! 

প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়। চলতি বছর আগামী ২২ এপ্রিল অর্থাৎ শনিবার পড়েছে এই পবিত্র দিন।

বছরের পর বছর ধরে এটা পালনের প্রথা চলে আসছে। আবার এই বছরে অক্ষয় তৃতীয়ায় বৃহস্পতিও নিজের রাশি পরিবর্তন করতে চলেছে।

জ্যোতিষশাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়ার দিনে সোনা-রুপো কেনা, যানবাহন, বাড়ি, দোকানপাট, ফ্ল্যাট-জমি-বাড়ি কেনা-সহ সমস্ত শুভ কাজই করা হয়ে থাকে।

এই দিনে কেন মানুষ সোনা কেনেন আর সোনা কেনার শুভ সময়ই বা কী, এই সমস্ত উত্তর দিচ্ছেন জ্যোতিষাচার্য পরমেশ্বর মিশ্র।

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ব্রহ্মাদেবের পুত্র অক্ষয় কুমারের জন্ম হয়েছিল। 

এই তিথিতে যে কোনও শুভ কাজই করা হলে তার চতুর্গুণ ফল হাতে আসে। 

স্বর্ণ ও গহনাকে দেবী লক্ষ্মীর রূপ বলে গণ্য করা হয়ে থাকে। ফলে প্রচলিত বিশ্বাস, সোনা-রুপো ও গয়নার উপর মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে।

আর এই শুভ যোগের কারণে এই পবিত্র দিনে সোনা কেনা খুবই শুভ। এর পাশাপাশি এই দিনে সোনা কিনলে এবং পরলে অকাল মৃত্যু হতে পারে না।

এই বছরের অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে চাইছেন, তাঁদের জন্য শুভ সময় হতে চলেছে ২২ এপ্রিল, শনিবার, সকাল ৮টা ০৪ মিনিট থেকে রবিবার, ২৩ এপ্রিল, সকাল ৮টা ০৮ মিনিট পর্যন্ত।

এই শুভ সময়ে সোনার গয়না কিনলে এবং পরলে অকালমৃত্যুর আশঙ্কা কমবে। এই ২৪ ঘণ্টা সময় ত্রেতা যুগের যোগ তৈরি করে। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

বিনিয়োগ মানেই টাকা বৃদ্ধি পাবে। তাতে বিনিয়োগকারী আর্থিক লক্ষ্যের কাছাকাছি পৌঁছবেন।