এই ৪ LIC পলিসিতে মেলে সর্বোচ্চ রিটার্ন

প্রত্যেক ব্যক্তির চাহিদা অনুযায়ী পলিসি রয়েছে এলআইসি-র। এটাই লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিশেষত্ব। 

LIC-র কোন পলিসিগুলোতে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়? এখানে তেমনই ৪টি পলিসির হদিশ দেওয়া হল। 

LIC জীবন অক্ষয় VII: এটা পেনশন স্কিম। পলিসি হোল্ডারকে তাঁর অবসর পরবর্তী জীবনে স্থির আয়ের সুবিধা দেওয়া হয়। 

শর্তাবলী – ক) ৩০ থেকে ১০০ বছর বয়সের যে কেউ এই পলিসি কিনতে পারেন। খ) পলিসিতে বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নেই।

গ) ট্যাক্স বেনিফিটের পাশাপাশি পলিসির বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা রয়েছে।

 LIC নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান হল একটি লাইফ অ্যাসুরেন্স মানি-ব্যাক প্ল্যান যা সন্তানের শিক্ষা, বিবাহ এবং অন্যান্য প্রয়োজনীয়তা মেটানোর জন্য ডিজাইন করা হয়েছে। 

LIC নিউ এন্ডাওমেন্ট প্ল্যান: এটা প্রথাগত জীবন বিমা প্ল্যান যা জীবন সুরক্ষা এবং সঞ্চয়ের সম্মিলিত সুরক্ষা প্রদান করে। পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি ডেথ বেনিফিট পান।

LIC অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিজএবিলিটি রাইডার: এই প্ল্যানে পলিসি হোল্ডার দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সুবিধা পান।

দেরি না করে এখনই ইনভেস্ট করতে পারেন LIC-তে ।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন