এই ফুলের চাষ করে বছরে ১৫-২০ লাখ টাকা আয়

এমনিতেই ফুল চাষ ব্যাপক জনপ্রিয়। তবে সবচেয়ে বেশি চাষ হয় গাঁদা ফুলের। 

সব মরশুমেই এই ফুলের চাহিদা থাকায় ভাল লাভও হয়। গাঁদা ফুলের চাষ করে বছরে কত লাভ হয়?

জানা গিয়েছে, বছরে লাভের পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা ৷

গাছ লাগানোর ৩ মাস পর ফুল আসতে শুরু করে। বছরে ১০ থেকে ১২ বার ফুল আসে এবং এক হেক্টরে প্রায় ১৫ টন ফুল ফোটে।

এই ফুল চাষে কম পরিশ্রমে বেশি লাভ করা যায়। অনেক ব্যবসায়ী সরাসরি খামার থেকে ফুল কিনে যায়।

বিবাহ ও উৎসবের মরশুমে ফুলের দাম প্রতি কেজি ৩০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। 

কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত লাভ হয়।

গাঁদা ফুল শুধু পুজো, বিবাহ বা উৎসবে নয়, ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়।

গাঁদা ফুলের পাতায় রয়েছে ঔষধিগুণ। সেটাকেই কাজে লাগায় ওষুধ এবং তেল কোম্পানিগুলো। 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন