কমলালেবু চাষ করার সঠিক পদ্ধতি জেনে নিন
শীতের অন্যতম সুস্বাদু ফল নি:সন্দেহে কমলালেবু
স্বাদে গন্ধে অপূর্ব এই ফলের চাষ করার ইচ্ছে থাকলেও সঠিক উপায় অনেকেরই জানা নেই
বেলে এবং দোঁয়াশ মাটিতে কমলালেবুর ফলন খুব ভাল হয়
বছরের যেকোনও সময়ই ,কমলালেবুর চারা লাগানো যায়, তবে সবচেয়ে উপযুক্ত সময় হল বর্ষায়, অর্থাৎ মে-জুন নাগাদ
গাছে সঠিক পরিমানে জল দেওয়া খুব জরুরি, তবে খেয়াল রাখতে হবে যেন গোড়ায় জল না জমে
গাছ লাগানোর পর ফল ধরার আগে পর্যন্ত ধীরে ধীরে ডাল ছেঁটে গাছকে নির্দিষ্ট আকারে রাখতে হবে
ডাল ছাঁটাইয়ের পর কাটা অংশে বর্দোপেস্ট দিতে হবে
এজন্য দুটি পাত্রে ৭০ গ্রাম তুঁতে ও ১৪০ গ্রাম চুন আলাদাভাবে মিশিয়ে নিয়ে এক লিটার জলের সঙ্গে মিশ্রণ দিয়ে বর্দোপেস্ট তৈরি করতে হবে
কমলার গাছে সার হিসেবে গোবর সার , ইউরিয়া,চুন,টিএসপি,এমওপি ইত্যাদি দিতে হবে
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন