গয়না বিক্রি করলেও কি আয়কর দিতে হবে?

 প্রত্যেকের বাড়িতেই কম-বেশি সোনার গয়না রয়েছে। এখন প্রশ্ন হল, পুরনো সোনার গয়না বিক্রি করলে কি ট্যাক্স দিতে হয়?

সোনা বা সোনার গয়নাও এক ধরনের সম্পদ। এই ধরনের সম্পদ বিক্রি করে লাভ/ক্ষতির উপরেও কর দিতে হয়।

সোনার গয়না বিক্রির উপর করের লায়াবিলিটি সম্পদের হোল্ডিং সময়ের উপর নির্ভর করে এবং গণনা করা হয় ‘ক্যাপিটাল গেইন’ হিসেবে।

সোনা, সোনার গয়নার মতো সম্পদ বিক্রি করে যে লাভ হয় তাকে ক্যাপিটাল গেইন বা মূলধন লাভ বলে। মূলধন লাভ আবার দু’রকমের।

যখন সোনা বা সোনার গয়নার মতো সম্পদ ১২, ২৪ বা ৩৬ মাসের বেশি সময় ধরে রাখার পর বিক্রি করা হয় তখন তা থেকে পাওয়া লাভকে দীর্ঘমেয়াদি মূলধন লাভ বলা হয়।

যদি সোনার গয়না কেনার অল্প সময়ের মধ্যেই বিক্রি করে দেওয়া হয় তাহলে তা থেকে পাওয়া লাভকে স্বল্পমেয়াদি মূলধন লাভ বলা হয়।

সোনা বা সোনার গয়নার মতো সম্পদে দীর্ঘ মেয়াদে (৩ বছরের বেশি) বিক্রি করলে ২০.৮ শতাংশ হারে কর দিতে হয়। 

এর সঙ্গে যুক্ত হয় ৪ শতাংশ সারচার্জ। সোনা ও রুপোর গয়নার উপর স্বল্পমেয়াদি মূলধন লাভ কর সাধারণ স্ল্যাব হারে নেওয়া হয়। 

যেমন স্বল্পমেয়াদি মূলধন লাভ যদি ৬ লাখ টাকা হয় এবং সেই ব্যক্তি যদি ৩০ শতাংশ ট্যাক্স ব্র্যাকেটে পড়েন তাহলে তাঁকে ৬ লাখ টাকার উপর ৩১.২০ শতাংশ ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ১,৮৭,২০০ টাকা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

পপ-আপে আনব্লক অপশন দেখা যাবে, তাতে আঙুল ছোঁয়ালেই আনব্লক হয়ে যাবে।