প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ? জানবেন কী করে ?
একটি সহজ প্রক্রিয়ায় ই-ফাইলিং পোর্টালে লগ-ইন না করেও দেখে নেওয়া যায় PAN-এর বর্তমান অবস্থা।
ই-ফাইলিং হোম পেজে গিয়ে Know your Pan-এ ক্লিক করতে হবে।
জন্মতারিখ, লিঙ্গ, রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে SUBMIT করতে হবে।
রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে।
নতুন একটি পাতা খুলে যাবে
শেষে কলামটিতে দেখা যাবে Remarks।
দেখা যাবে উক্ত PAN-টি আদৌ সক্রিয় না নিষ্ক্রিয়।
একাধিক PAN থাকে তবে একটি পপ-আপ নোটিস পাওয়া যাবে।
তবে
নিষ্ক্রিয় কার্ড সক্রিয় করার উপায় রয়েছে ৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন