৫ বছরেই কোটিপতি বানিয়ে দেবে এই ব্যবসা
এই কয়েক ব্যবসায় সেই সম্ভাবনা রয়েছে যা মাত্র ৫ বছরের মধ্যেই কোটিপতি করে তুলতে পারে।
অ্যাকাউন্টিং, বুককিপিং, ট্যাক্স প্রিপারেশনের মতো পরিষেবার চাহিদায় কোনও ভাঁটা পড়বে না।
অতএব, একটা ফার্ম তৈরি করা গেলে অঢেল লাভ বই বিন্দুমাত্র ক্ষতি নেই।
বয়স্কদের যত্ন-আত্তির দরকারও কোনও দিন ফুরোবে না।
নার্স-আয়া সেন্টার অতএব কিন্তু ভালমতো টাকার মুখ দেখাতে পারে।
অনেকেই আছেন যাঁরা নিজেদের ব্যবসা খুলতে চান, সেই সঙ্গে চান পোড়খাওয়া ব্যক্তির পরামর্শ। দিতে পারলে এটাই হবে লক্ষ্মীলাভের উপায়।
দেশে যত দিন যাচ্ছে, ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং সার্ভিস ইন্ডাস্ট্রি।
ক্লিনিং বিজনেস শুরু করেও হতে পারেন বিপুল টাকার মালিক ৷
তবে হ্যাঁ, এই ৫ ব্যবসার প্রত্যেকটার জন্যই মূলধন দরকার।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন