গরমে শুরু করুন এই ব্যবসা, হবেন মালামাল
এই মুহূর্তে ঠান্ডা পানীয় কিংবা ঠান্ডা আইসক্রিমই খালি খেতে ইচ্ছে করে।
ফলে বোঝাই যাচ্ছে গরমে ঠান্ডা খাদ্যদ্রব্যের ব্যবসা কতটা লাভজনক হতে পারে।
মনে হতে পারে যে, আইসক্রিম কিংবা জ্যুস অথবা লস্যির ব্যবসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
আদতে এই ব্যবসা কিন্তু নিজের বাড়ি থেকেও শুরু করা যেতে পারে।
গরমকালের আদর্শ ব্যবসা: এর মধ্য অন্যতম হল - কোল্ড স্টোন, আইসক্রিম রোল, আইসক্রিম কেক, নাইট্রোজেন আইসক্রিম ইত্যাদি।
প্রবল গরম ও ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচতে লেবুর রসে গলা ভেজান অধিকাংশ মানুষ।
তাই লেবুর রসের জন্য ছোট্ট ফুড ট্রাক কিংবা ছোট্ট দোকান দেওয়া যেতে পারে।
আম, আনারস, ডালিমের মতো মরশুমী ফল ব্যবহার করে ঠান্ডা ঠান্ডা জ্যুস বানানো যেতে পারে। তবে এক্ষেত্রে তাজা ফল কিনে আনা জরুরি।
দইয়ের শরবত বা ঘোল কিংবা লস্যিও এই সময়ের জন্য উপযুক্ত। ঘন করে দই দিয়ে তৈরি লস্যি বানানোর খরচও অত্যন্ত কম।
এর পর ডেলিভারি সংক্রান্ত প্ল্যান ছকে ফেলতে হবে। ডেলিভারির বিষয়টা যাতে সতর্ক ভাবে করা হয়, সেক্ষেত্রে জোর দিতে হবে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন
বিনিয়োগ মানেই টাকা বৃদ্ধি পাবে। তাতে বিনিয়োগকারী আর্থিক লক্ষ্যের কাছাকাছি পৌঁছবেন।