সাবধান! কয়েন বিক্রি করে কোটিপতি হতে চান?
মানুষকে ঠকাতে নিত্য নতুন উপায় উদ্ভাবন করে প্রতারকরা।
এখন পুরনো নোট আর কয়েন বিক্রি করে লাখ লাখ টাকা উপার্জনের নয়া ফাঁদ পেতেছে প্রতারকরা।
ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে পুরনো নোট ও কয়েন কেনাবেচা হয়। এর মধ্যে বেশিরভাগ সাইটই ভুয়ো।
এরা রিজার্ভ ব্যাঙ্কের নাম এবং লোগো ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে।
তাই এই ধরনের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দিচ্ছে আরবিআই।
RBI-এর পুরনো নোট বা কয়েনের সঙ্গে নিলামের কোনও সম্পর্ক নেই। রিজার্ভ ব্যাঙ্ক এই ধরনের কাজ করে না।
কেউ যদি পুরনো নোট বা কয়েন বিক্রি করতে চান, তবে তাঁকে অবশ্যই আরবিআই-এর নির্দেশিকা জানতে হবে।
রিজার্ভ ব্যাঙ্কের নামে এই প্রতারণামূলক অনলাইন প্ল্যাটফর্মগুলি ব্যবহার না করার জন্য আবেদন জানিয়েছে আরবিআই।
RBI স্পষ্ট করেছে যে কোনও প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তিকে নোট বা কয়েন নিলাম করে লেনদেনের ফি সংগ্রহ করার অধিকার দেওয়া হয়নি।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন