শেয়ার বাজারে টাকা লাগালে এই ৫ ভুল নয়

দেশ জুড়ে কত মানুষ বিনিয়োগ করছেন শেয়ার বাজারে, অতএব ভুলগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার।

ব্যবসায়ীরা কী করেন? না, একটা স্টক কেনেন, কিছু দিন ধরে রাখেন, সেটা যখন ভাল টাকা দিতে শুরু করে বিক্রি করে দেন। 

সাধারণ বিনিয়োগকারীর সব সময়েই দীর্ঘমেয়াদে লগ্নির কথা বিবেচনা করা উচিত ৷

না হলে নিঃস্ব হয়ে যাওয়াও অসম্ভব কিছু নয়।

এই ভুলটা আমরা সবাই প্রায় করে থাকি- বড় কোনও সংস্থার শেয়ার কিনে যা-ই ঘটুক না কেন, চুপচাপ বসে থাকি। 

এটা করলে লোকসান এড়ানো যাবে না। 

বাজারে নতুন নামলে সুপারিশের দরকার হয় বইকি। তবে, শুধু তার ওপরে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়।

নিজের প্রোফাইল এবং বিনিয়োগের লক্ষ্যের সঙ্গে কোনটা সামঞ্জস্যপূর্ণ, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।

কাউকে অনুসরণ করে নয়, দরকার বুঝে নিজের পোর্টফোলিও বানাতে হবে।

এই সব কাজে পথ দেখাতে পারেন একজন আর্থিক উপদেষ্টা, পরামর্শ চাইলে সেরকম কারও কাছেই যাওয়া ভাল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন