প্যান নম্বর নিয়ে এই বিপদে পড়তে পারেন

আয়কর বিভাগ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল যে, প্যান-আধার লিঙ্ক করানো আবশ্যক।

সেই মেয়াদও বেড়ে এবার এসে দাঁড়িয়েছে ৩০ জুন, ২০২৩ তারিখে, মানে হাতে রয়েছে আর মাত্র ৪৫ দিন!

প্যান-আধার লিঙ্কিং জরুরি কেন?

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে।

লিঙ্ক না থাকলে আয়কর বিভাগ আইটিআর নাকচ করে দেবে।

সরকারি পরিষেবা পাওয়া, পাসপোর্টের জন্য আবেদন জানানো, ভর্তুকি লাভ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্যান-আধার লিঙ্ক করানো আবশ্যক।

নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে আইটিআর ফাইল করতে পারবেন না করদাতারা।

বাকি থাকা রিটার্নস কার্যকরী হবে না এবং বাকি থাকা রিফান্ডও মিলবে না।

উচ্চ হারে টিসিএস/টিডিএস প্রযোজ্য হবে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না গ্রাহকেরা। ডেবিট/ক্রেডিট কার্ড মিলবে না।

৫০০০০ টাকার উর্ধ্বে মিউচুয়াল ফান্ড ইউনিট কেনা সম্ভব হবে না।এক দিনে ৫০০০০ টাকার উর্ধ্বে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে নগদ জমা করতে পারবেন না ।

এক দিনে ৫০০০০ টাকার উর্ধ্বে ক্য়াশে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে-অর্ডার কেনা যাবে না।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন