ঠিক কী কারণে ঝোলানো হয় লেবু-লঙ্কা?
কিন্তু কেন এই লেবু ও লঙ্কা এতটা কার্যকরী? তা কি জানেন? জানেন জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা?
জ্যোতিষশাস্ত্র বলে, লেবু টক স্বাদ এবং লঙ্কার ঝাঁঝালো গন্ধ অশুভ দৃষ্টি এবং শক্তিকে দূরে সরিয়ে রাখে।
টক এবং ঝালের এই যুগলবন্দি দুষ্টদের প্রভাবকে দুর্বল করে।
লেবু ও সাতটি সবুজ লঙ্কা দরজার বাইরে সুতোয় ঝুলিয়ে রাখলে, তা দেবী লক্ষ্মীর দুষ্ট বোন অলক্ষ্মীর দুষ্ট দৃষ্টি দূরে রাখে।
এর পিছনে একটি গল্পও আছে। একবার, অলক্ষ্মী এবং লক্ষ্মী উভয় বোনই এক বণিকের বাড়িতে আসেন৷ তারপর, ওই বণিককে প্রশ্ন করেন, তাঁদের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে।
বণিক কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেন। তিনি প্রণাম করে উত্তর দিলেন...
"জ্যৈষ্ঠ (বড় বোন) অলক্ষ্মী ঘরের ভিতর থেকে বাইরের দিকে যেতেই অপূর্ব লাগছে, এবং কনিষ্ঠা (ছোট বোন) লক্ষ্মীকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করার সময় সুন্দর দেখাচ্ছে।"
ঢোকার মুখেই লেবু লঙ্কা চোখে পড়লে সাধারণ ভাবেও সেই মানুষের মধ্যে একটা প্রভাব পড়ে৷ সমস্ত মনোযোগই প্রথমে ওই লেবু লঙ্কার উপরে চলে যায়৷
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন