বাড়িতে পাঁচটি গাছ রাখলেই হুড়মুড়িয়ে আসবে টাকা

কয়েকটি গাছ বাড়িতে রাখলেই সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার।

মনে করা হয়, তুলসী গাছে দেবী লক্ষ্মীর বসবাস।

বাড়ির সদর দরজায় এই গাছ রাখলে ইতিবাচক এনার্জি ছড়িয়ে পড়ে।

বাস্তু মতে, বাড়ির সদর দরজায় জ্যাসমিন গাছ রাখলে বাড়িতে অর্থের আগমন হয়।

সদর দরজায় পাম ট্রি লাগালেই সমস্যার সমাধান হতে পারে। এতে বাড়িতে ইতিবাচক এনার্জি আসে।

বাস্তু শাস্ত্রে ফার্ন গাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়।

সদর দরজায় এই গাছ লাগালে বাড়ির পরিবেশ শুদ্ধ হয়। জীবনে সুখ-সমৃদ্ধি আসে।

বাড়ির সদর দরজায় মানি প্লান্ট রাখলেও অর্থ আসে। তার সঙ্গেই সংসারে বিরাজ করে সুখ-শান্তি।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন